Search
Close this search box.
Search
Close this search box.

শুধুমাত্র নারীদের জন্যই যে দ্বীপ

rothফিনল্যান্ডের এই দ্বীপটিকে শুধু নারীদের জন্যই সংরক্ষিত রাখা হয়েছে। দ্বীপটির নাম দেন সুপারসি।  শুধুমাত্র নারী হলেই আপনি এই দ্বীপে যেতে পারবেন।

আগামী জুন মাস থেকে দ্বীপটি নারীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা।

chardike-ad

জাপানের একটি দ্বীপের কথা জানা যায়, যেখানে শুধু পুরুষরাই যেতে পারেন। এবার তার বিপরীত হিসেবে এ দ্বীপটি তৈরি করছেন ক্রিশ্চিয়ানা রোথ নামে এক মার্কিন তরুণী। তিনিই এই দ্বীপটির নাম দেন সুপারসি।

সবুজে ঘেরা এই দ্বীপটিতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। রোথ তাই এখানে একটি রিসোর্টও তৈরি করার সিদ্ধান্ত নেন।

তবে অন্য সব দ্বীপ থেকে এ দ্বীপটিকে আলাদা করে গড়ে তুলতে চান তিনি। এ সময়েই তার মনে আসে শুধু নারীদের জন্য সংরক্ষিত করার বিষয়টি। রোথ নিয়ম করেছেন, এ দ্বীপে শুধু নারীরাই যেতে পারেন। পুরুষদের জন্য একেবারেই নিষিদ্ধ থাকছে এই দ্বীপ।

দ্বীপে তার স্থাপিত রিসোর্টে মোট চারটি কেবিন রয়েছে। সেখানে প্রত্যেকটি কেবিনে ১০ জন নারী থাকতে পারবেন।

দ্বীপে নারীদের প্রবেশের জন্য কোনো বয়সসীমা থাকবে না। সেখানে নারীদের জন্য রিসোর্টে বেশ কিছু স্থাপনা তৈরি করতে চান তিনি। এসবেরে মধ্যে রয়েছে  ক্যাফে ও বিলাসবহুল হোটেলও।

কেন এমন অদ্ভুত দ্বীপ বানানোর পরিকল্পনা করলেন রোথ? এ প্রসঙ্গে তিনি জানান, সামাজিক নানা চাপ থেকে মুক্ত থেকে নারীরা যেন ছুটি কাটাতে পারেন এবং নারীশক্তিকে উৎসাহ যোগাতে পারেন সেজন্যই এই দ্বীপ।