রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১০ মার্চ ২০১৮, ৭:৫২ অপরাহ্ন
শেয়ার

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


premadas stadium

টসের আগে বৃষ্টি, ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় প্রেমাদাসা স্টেডিয়াম।

শ্রীলংকার বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। বৃষ্টির কারণে টস হতে একটু দেরি হয়। ড্রেসিংরুমে অলস সময় পার করার পর নির্ধারিত সময়ের কিছু সময় পর টস হয়।

শনিবার স্বাগতিক শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলবেন টাইগাররা।

অন্যদিকে সিরিজের প্রথম খেলায় ভারতের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ দলকে হারিয়ে সিরিজে আরও একধাপ এগিয়ে যেতে চায় হাথুরুসিংহের শিষ্যরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।