Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি আটকে দেয়ার হুমকি ট্রাম্পের

trump

উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া বাণিজ্যচুক্তি আটকে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমনটা বলেছেন ট্রাম্প।

chardike-ad

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহিও’তে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি চাইলেই উত্তর কোরিয়ার সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়ার চুক্তির বিষয়টি আটকে দিতে পারি। আর এটা আমি করবো কারণ এটি একটি অত্যন্ত শক্তিশালী কৌশল।

ট্রাম্প আরও বলেন, ‘এটা ঠিক যে দক্ষিণ কোরিয়া খুবই আন্তরিক আচরণ করছে। তবু আমি চুক্তিটি কয়েকদিন আটকে রেখে দেখতে চাই বিষয়টিতে আসলেই কতখানি প্রভাব পড়ে।’

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়া ২৭ এপ্রিল একটি বৈঠকের পরিকল্পনা করেছে। আগামী মে মাসেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পরমাণু ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।