কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন দেয়ায় এক নারী আইনজীবীকে অনবরত হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৪ এপ্রিল ভুক্তভোগী সেই আইনজীবী রমনা থানায় একটি জিডি করেছেন।
অভিযোগে তিনি বলেছেন, ১২ এপ্রিল তিনি তার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের সঙ্গে ক্যাম্পাসে গিয়েছিলেন। হঠাৎ ৮-১০ জন তার সামনে এসে দাঁড়ান। তারা ওই বড় ভাইকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর দু’জন গিয়ে ওই নারীর পাশে বসেন। অন্যরা তার কাছ থেকে জানতে চান তিনি কেন কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রাক্তন হয়ে যাওয়ার পরও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন সেটাও জানতে চান তারা। ফেসবুকের লেখা মুছে না ফেললে দেখে নেওয়ার হুমকি দেয় ওই যুবকরা। সেই হয়রানির ঘটনা প্রকাশ করে দেয়ায় ফেসবুকেও তাকে শাসাতে শুরু করেন অভিযুক্ত ব্যক্তিরা।
রমনা থানার উপপরিদর্শক মোহাম্মদ জুলফিকার আলী গণমাধ্যমকে জানান, ঘটনার তদন্ত এখনও শুরু করতে পারেননি। শিগগিরই কাজ শুরু করবেন।
































