Search
Close this search box.
Search
Close this search box.

‘পারমাণবিক স্থাপনার উন্নয়ন কাজের গতি বাড়িয়েছে উত্তর কোরিয়া’

north-koreaউত্তর কোরিয়া দ্রুততার সঙ্গে পারমাণবিক স্থাপনার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এ তথ্য জানিয়েছে আমেরিকা ভিত্তিক গবেষণা গ্রুপ ‘থার্টি এইট নর্থ’। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে তৈরি এক প্রতিবেদনে তারা দাবি করেছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ুন পরমাণু গবেষণা কেন্দ্রে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে।

‘থার্টি এইট নর্থ’ গ্রুপ বলছে, ইয়ংবিয়ুন পরমাণু কেন্দ্রে ওয়াটার কুলিং ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে এবং একটি কুলিং ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ শেষ করা হয়েছে। এছাড়া দু’টি ভবন নির্মাণ করা হয়েছে। দু’টি ভবনই কেন্দ্র পরিদর্শনকারী পদস্থ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু তৎপরতার এ খবর দেওয়া হলো। ওই বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সময়সীমার কথা জানায় নি।

তবে ট্রাম্প ওই বৈঠকর পরপরই টুইটারে দাবি করেন, উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়।