Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে হেনস্তার শিকার ৬ বাংলাদেশি

india-urishaভারতের উড়িষ্যায় রথের মেলা দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ৬ বাংলাদেশি। হেনস্তার শিকার ৬ বাংলাদেশি সাতক্ষিরা জেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে, তাদের মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় পাঁচজনের একটি দল। কলকাতা নিউটাউনে ঘটনাটি ঘটে। নিউটাউন থানায় ওই পাঁচ ছিনতাইকারির বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশিরা। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশের বাসিন্দা শিবপদ সরকারের দাবি, গতকাল (২ জুলাই) রাতে কলকাতা নিউটাউনের তারুলিয়াতে রথের মেলা দেখার উদ্দেশ্যে তার মামার বাড়িতে ঘুরতে আসে ৬ জন বাংলাদেশি নাগরিক। কিন্তু মামা বাড়িতে না থাকায় তারা পাশের একটি মাঠে গিয়ে বসে। সেই সময় প্রায় ৮-১০ জন যুবক এসে তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করে। তখন শিবপদ সরকার তাদেরকে বাংলাদেশের বাসিন্দা বলে পরিচয় দেয়ামাত্র ছিনতাইকারিরা মারধর করতে থাকে ও তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

chardike-ad

এরপর গতকাল রাতে নিউটাউন থানায় অভিযোগ করা হলে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ওই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে।