Search
Close this search box.
Search
Close this search box.

তামিমের সেঞ্চুরিতে গেইলদের ২৮০ রানের টার্গেট দিল বাংলাদেশ

Tamim-mushfiq
ফাইল ছবি

পারলেন না সাকিব। সেঞ্চুরির হাতছোঁয়া দূরত্বে থেকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ৯৭ রান করে আউট হয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ভুল করেননি তামিম ইকবাল, ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। এই দুই ব্যাটসম্যানের চমৎকার দুটি ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ স্কোরে জমা করেছে ৪ উইকেটে ২৭৯ রান।

১৩০ রানে অপরাজিত থাকলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার অসাধারণ সেঞ্চুরি এবং শেষ মুহূর্তে মাঠে নেমে মুশফিকুর রহীমের ছোট্ট ঝড়- সব মিলিয়ে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৮০ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে বাংলাদেশ।

chardike-ad

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে এনামুল হক বিজয়ের উইকেট হারালেও শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।