Search
Close this search box.
Search
Close this search box.

সিয়াটল বিমানবন্দর থেকে চুরি যাওয়া প্লেন সাগরে বিধ্বস্ত

planeসিয়াটল-টেকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বিনা অনুমতিতে একটি যাত্রীবাহী বিমান চুরির পর পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিমান এয়ারলাইন্সের এক কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি যাত্রীবাহী বিমান উড়িয়ে পালিয়ে যান। তবে সে সময় বিমানটিতে আর কোন আরোহী ছিলেন না। বিমানটি চুরি করে পালিয়ে যাওয়ার পর এটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি যে চুরি করেছে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

chardike-ad

হরিজোনোর অংশীদার আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ৪০০য়ের একটি বিমান চুরি হয়েছে। এ ধরনের বিমানে আকৃতির ওপর ভিত্তি করে সাধারণত ৭৮টির মতো আসন থাকে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওই বিমানটিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত বিমানবন্দরের কাছ দিয়ে উড়ে যেতে দেখা যায়।

সৌজন্যে- জাগো নিউজ