Search
Close this search box.
Search
Close this search box.

১২ লাখ উইঘুর মুসলমানদেরকে অাটকে রেখেছে চীন, অভিযোগ জাতিসংঘের

china-muslimচীন কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলমানদেরকে বড় বড় বিভিন্ন শিবিরে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্যানল। শুক্রবার তারা বলছে, বিভিন্ন শিবির দেখে আটক কেন্দ্র বলেই মনে হয়েছে তাদের।

জানা গেছে, সেই শিবিরগুলোর ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জন চীনা কর্মকর্তার কেউই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

chardike-ad

sentbe-adজাতিসংঘের বর্ণবাদ নির্মূল কমিটির সদস্য গে ম্যাকডোগাল। তিনি জানান, আটক ১০ লাখের বাইরেও আরো দুই লাখ উইঘুর মুসলমানকে রাজনৈতিকভাবে প্রশিক্ষণ দেওয়ার নামে অন্য শিবিরে আটকে রাখা হয়েছে।