cosmetics-ad

চিলিতে বোমাতঙ্কে ৯ বিমানের জরুরি অবতরণ

chili-airportচিলিতে বোমাতঙ্কে অন্তত ৯টি বিমান জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার চিলি, আর্জেন্টিনা ও পেরুগামী বিমানগুলো অবতরণে বাধ্য হয় বলে জানিয়েছে চিলির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

চিলির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ভিক্টর ভিল্লালবস জানিয়েছেন, বৃহস্পতিবার সর্বমোট ১১টি হুমকি পাওয়া গেছে। এগুলোর মধ্যে দুটি ছিল ভুয়া ফ্লাইট নিয়ে। বাকী নয়টি ফ্লাইট চালু ছিল। এসব ফ্লাইটের মধ্যে দুটি বিমান চিলির লাটাম এয়ারলাইন্সের এবং তিনটি স্বল্প খরচের স্কাই এয়ারলাইন্সের।

sentbe-adতিনি জানান, অবতরণের পর প্রতিটি বিমানে তল্লাশি চালানো হয়েছে এবং সব কয়টিকে বোমামুক্ত ঘোষণা করা হয়েছে। পরে এগুলোর অন্তত একটিকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

বিমানগুলোর অন্তত চারটি পরিচালনা করছিল চিলির বিমান কোম্পানি লাটাম এয়ারলাইন্স এবং স্কাই। আতঙ্কগ্রস্ত বিমানের অন্তত তিনটিকে লাটাম কোম্পানির ২ হাজার ৩৬৯ এর হিসেবে চিহ্নিত করা হয়েছে যেগুলো পেরুর লিমা থেকে চিলির সান্তিয়াগো যাওয়ার কথা ছিল। রয়টার্স।