Search
Close this search box.
Search
Close this search box.

ইউএস বাংলা দুর্ঘটনার পেছনে নারীঘটিত জটিলতাকে দায়ি করেছে নেপাল

us-bangla
ত্রিভুবন বিমানবন্দরের সিসি ফুটেজ থেকে নেওয়া স্থিরচিত্র।

নেপালের ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির ক্যাপ্টেন আবিদ সুলতানের ভুল ও বেপরোয়া মনোভাবকে দায়ী করেছে নেপাল সরকার। নেপাল সরকারের তদন্তকারীদের নতুন প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে।

আলোচিত বিমান দুর্ঘটনার বিষয়ে পরিচালিত নেপাল সরকারের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট আবিদ সুলতানের একাধিক ভুল আর বেপরোয়া মনোভাবের কারণে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ নাম্বার ফ্লাইটের বিমানটি বিধ্বস্ত হয়েছিল। তীব্র মানসিক চাপ আর উদ্বেগের কারণে তিনি এমন ভুল করেন।

chardike-ad

sentbe-adবিমানটির উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত পুরো সময় ছিলেন বেপরোয়া। আর এর নেপথ্যে ছিল আবিদ সুলতানের এক নারী সহকর্মীর সঙ্গে চলমান সম্পর্কের টানাপোড়েন।

মূলত বিধ্বস্ত বিমানটির ভয়েস রেকর্ডার থেকে পাওয়া কথোপকথন বিশ্লেষণ করে এই উপসংহারে পৌঁছেছেন তদন্তকারীরা।

উল্লেখ, চলতি বছরের ১২ মার্চ নেপালের ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই বিমাণটি বিধ্বস্ত হয়। এতে ২২ জন নেপালিসহ ৫১ জন নিহত হন। নিহতের মধ্যে বিমানের পাইলট আবিদ সুলতান এবং কো-পাইলট পৃথুলা রশীদও ছিলেন।

সৌজন্যে- অর্থসূচক