india-airportপৃথিবীর বেশিরভাগ দেশের বিমানবন্দর তৈরি করার সময় আধুনিক সুযোগ সুবিধার কথা মাথা রাখা হয়। ভারতের গোয়াহাটির বিমানবন্দরটিও আধুনিক বিমানবন্দর হিসেবে পরিচিত। কিন্তু বিমানবন্দরের মধ্যে বৃষ্টির পানি ঢুকে পড়া নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। গুয়াহাটির বিমানবন্দরের ছাদ দিয়ে প্রবল বেগে বৃষ্টির পানি পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

গত সোমবার সন্ধ্যায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের ফলে যাত্রী লাউঞ্জের নতুন করে বানানো জায়গাটিতে আশ্রয় নিয়ে অপেক্ষা করছিলেন যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় বসে থাকলেও কিছুক্ষণের মধ্যে দেখা দেয় বিপত্তি। বিমানবন্দরের ছাদ থেকে ঝরঝর করে পড়তে থাকে বৃষ্টির পানি।

chardike-ad

কর্তৃপক্ষ এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, সম্প্রতি উপরের ছাউনির সম্প্রসারণ করা হয়েছে। সেই কারণেই হয়ত এই সমস্যা হয়েছে। কিন্তু সমালোচনার বৃষ্টি থামানো যায়নি।-ইন্ডিয়া টুডে।