cosmetics-ad

স্যামসাংয়ের ফোল্ডিং ডিসপ্লে কিনছে শাওমি ও অপ্পো

samsung-foldable-display

চীনা নির্মাতা অপ্পো এবং শাওমি আনবে ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন। স্যামসাংয়ের ডিসপ্লে নির্মাতা অংশ জানিয়েছে, তারা এ দুটি কোম্পানির কাছে ফোল্ডিং ডিসপ্লে বিক্রি করেছে।

স্যামসাং এ প্রথম তাদের নিজস্ব ভাঁজ করা ডিসপ্লে প্রযুক্তি অন্য নির্মাতাদের কাছে বিক্রি করেছে। ফোল্ডিং ডিসপ্লে যাতে একটি ট্রেন্ডে পরিণত হয়, সে জন্যই জনপ্রিয় চীনা নির্মাতাদেরকেও তা ব্যবহার করতে উৎসাহিত করছে স্যামসাং।

sentbe-adভাঁজযোগ্য স্মার্টফোন আগামী বছরের নতুন ট্রেন্ড হবার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞদের দাবি, ২০১৯ সালের শেষ নাগাদ ১০ লাখ ডিভাইসে ভাঁজযোগ্য ডিসপ্লের দেখা মিলবে।

প্রযুক্তিটির ফলে বড় ডিসপ্লের ফোন সহজেই ভাঁজ করে পকেটে রাখা যাবে। এমনকি ট্যাবলেটের মত বড়সড় ডিসপ্লেও এক বা একাধিক ভাঁজ করে এক হাতে ব্যবহার করার মত ছোট করা যাবে। আগামী বছরের শুরুতে স্যামসাংয়ের ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন উন্মোচিত হতে যাচ্ছে।