Search
Close this search box.
Search
Close this search box.

যে কারনে বিদেশ যাওয়ার আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক

bangladeshi-labour
ফাইল ছবি

কর্মজীবি হিসেবে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক। সাধারণত পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র হাতে পাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। ভিসা পাওয়ার জন্য প্রত্যেক দেশের দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করতে হয়।

কর্মী হিসেবে বিদেশে যেতে চাইলে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভিসা দেওয়া হয়। অনেকে ক্ষেত্রে ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।

chardike-ad

স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (এইচএসবিএসজি, হেপাটাইটিস – এ ও বি), ভিডিআরএল (যৌনরোগ/সংক্রমণ পরীক্ষা), এইচআইভি (এইডস-এর পরীক্ষা), টিউবারকিউলোসিস (যক্ষার পরীক্ষা), ম্যালেরিয়া, লেপ্রোসি, মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের পরীক্ষা করা হয়।