শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ জানুয়ারী ২০১৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

কোরিয়ায় প্রবাসীদের নববর্ষের আমেজ


অনলাইন প্রতিবেদক, সিউল, ৩০ জানুয়ারি ২০১৪:

কোরিয়ায় আগামীকাল নববর্ষ। কোরিয়ার সবচেয়ে বড় দুইটি উৎসবের একটি। কোরিয়ানরা নববর্ষে পরিবারের সাথে মিলিত হয়। কাজপাগল কোরিয়ানরা সারাবছর ব্যস্ত থাকায় নববর্ষের ছুটিতে কমবেশি সবাই পরিবারের সাথে সময় কাটানোর চেষ্ঠা করে।

Korean New yearকোরিয়ায় সরকারী ছুটি শুরু হয়েছে আজ থেকেই। কোরিয়ানরা সিউলে ছেড়েছেন অনেকেই। যারা গতকাল যেতে পারেন নি তারা আজ যাচ্ছেন।

কোরিয়ানদের পাশাপাশি এখন বাংলাদেশী প্রবাসীদের মধ্যেও নববর্ষের আমেজ। প্রায় সব কোম্পানী টানা পাঁচদিন ছুটি দেওয়ায় প্রবাসীরা বাংলাদেশীদের বেশিরভাগই ছুটছে বিভিন্ন জায়গায়। অনেকেই ছুটিতে ইতিমধ্যে দেশে চলে গিয়েছেন।

হানিয়াং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির জানান ‘এখনো বিশেষ কোন পরিকল্পনা নেই। তবে পরিবারের সবার সাথে বাইরে কোথাও খেতে যাব এইটা নিশ্চিত’।

উইজংবু থেকে আমিনুল জানান ‘অনেকদিন পর টানা একসাথে ছুটি পাওয়াতে অনেক ভাল লাগছে। চিন্তা করছি বন্ধুদের সাথে কোথায় ঘুরাবেড়ানো যায়। দুইদিন তাবলীগ জামাতেও যেতে পারি’।