Search
Close this search box.
Search
Close this search box.

পরিবার একত্রীকরণ বিষয়ে আলোচনায় সম্মত উভয় কোরিয়া

সিউল, ৩ ফেব্রুয়ারী, ২০১৪:

উত্তর ও দক্ষিণ কোরিয়া বিচ্ছিন্ন হওয়া পরিবারের সদস্যদের একত্রীকরণ বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। বেশ কিছু দিন নিশ্চুপ থাকার পর উত্তর কোরিয়া সোমবার একএীকরণের জন্য প্রস্তুতি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে। তাদের পক্ষে আগামী ৫ কিংবা ৬ ফেব্র“য়ারি আলোচনায় বসার কথা বলা হয়েছে। সিউলের পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয় বলছে, তারা বুধবার দিন বেছে নিয়েছে।

chardike-ad

119375উত্তর কোরিয়ার মাউন্ট কুমগ্যাঙ রিসোর্টে পরিবারের সদস্যদের একত্র হওয়ার কথা রয়েছে। এছাড়া উভয়পক্ষের বৈঠক হবে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে। এ গ্রামেই উভয় দেশের মধ্যে যুদ্ধ বিরতি স্বাক্ষরিত হয়। দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সাল পর্যন্ত যুদ্ধ চলে।

পুর্নএকত্রীকরণ মন্ত্রণালয় বলছে, জরুরি অবস্থা বিবেচনা করে উভয় দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর পূর্ণএকত্রীকরণ খুব তাড়াতাড়িই করা হবে। তাড়াতাড়ি এ জন্যে যে যুদ্ধের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়া এসব পরিবারের অনেক সদস্যই বয়সোচিত কারণে যে কোন সময়েই মারা যেতে পারে।