Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিল ভারত

dhoniসোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫৯ রান সংগ্রহ করেছে ভারত। অথচ ম্যাচটা হতে পারতো বাংলাদেশের। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিংয়ে ভারতের মনে ভয় ঢুকিয়ে দেন টাইগার পেসাররা। অবশ্য প্রস্তুতি ম্যাচে কিছুটা গা-ছাড়া ভাব ছিল দুই দলেরই।

দলীয় ৮৩ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে ভারত। খাদ থেকে দলকে টেনে তুলেন রাহুল। পঞ্চম উইকেটে ধোনিকে সঙ্গে নিয়ে ভারতকে নিয়ে যান নিরাপদ দূরত্বে। শেষ পর্যন্ত সাব্বির রহমানের বলে বোল্ড হয়ে দলীয় ২৬৬ রানের মাথায় ফেরেন তিনি। তার আগে ৯৯ বলে করেছেন ১০৮ রান। রাহুল ফিরলেও দলকে বড় সংগ্রহের পথে ভারতকে নের্তৃ্ত্ব দেন ধোনি। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন সেঞ্চুরি। শেষ পযর্ন্ত ‘মি কুল’ সাকিবের বলে ফিরেন ১১৩ রান করে।

তার আগের অধ্যায়টা অবশ্য বাংলাদেশের। ‍শুরুতেই মোস্তাফিজুর রহমান বড় ধাক্কা দেন ভারতকে। নিজের দ্বিতীয় স্পেলে এলবিডব্লউ’র ফাঁদে ফেলে শিখর ধাওয়ানকে (১) সাজঘরে ফেরান তিনি। ভয়ঙ্কর হয়ে উঠার আগে রোহিত শর্মাকে (১৯) বোল্ড করেন রুবেল হোসেন। কোহলিকে (৪৭) হাফসেঞ্চুরি বঞ্চিত করেন সাইফউদ্দিন।

শেষ দিকে ভার ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৭ রানে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। ১১ রানে রবীন্দ্র জাদেজা। ছয় ওভার বল করে ৫৩ রান দিয়ে সাকিব নিয়েছেন দুই উইকেট। আট ওভারে ৬২ রান দিয়ে রুবেলের শিকার দুইটি।

প্রস্তুতি ম্যাচ বিধায় পেসারদের নিয়ে তেমন ঝুঁকি নিতে চাননি মাশরাফি। বোলিং করিয়েছেন ৯ জনকে। অবশ্য ফিল্ডিংয়ের খাপছাড়া না হলে ভারতের রান আরো কিছ কম হতে পারতো।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ০৩টায়।

এর আগে ২৬ মে (রবিবার) পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। মূল মঞ্চের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ মাশরাফি-কোহলিদের সামনে। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ডের হাতে। ০২ জুন (রবিবার), ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ০৩ টায়।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, মোসাদ্দেক হোসেইন।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ, যুজুবেন্দ্র চাহাল।

Facebook
Twitter
LinkedIn
Email