cosmetics-ad

সিউলে বসন্ত ফুল উৎসব শুরু আগামীকাল

অনলাইন প্রতিবেদক, ২ এপ্রিল, ২০১৪:

সিউলের ইয়ইদো ও তার আশেপাশের এলাকায় হাননদীর তীরে ইয়ইদো বসন্ত ফুল উৎসব শুরু হচ্ছে আগামীকাল। সিউল সিটি কর্তৃপক্ষের আয়োজনে এই উৎসব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

সদ্য ফোটা চেরী ফুলের সৌন্দর্য উপভোগ করতে ইয়ইদোকে সিউলের সবচেয়ে সেরা জায়গা বলে বিবেচনা করা হয়। দেশী ও বিদেশী পর্যটকদের কাছে বরাবরই বেশ জনপ্রিয় উৎসবটি এবার ১০ বছর পার করতে যাচ্ছে। হান নদীর পাশ দিয়ে চলে যাওয়া সড়কটির দু’পাশে আছে মোট ১,৬৪১ টি চেরী ফুলের গাছ। এই রাস্তায়ই উৎসবের যত আয়োজন হয়ে থাকে।

1801954_image_1-2

চেরীর রূপ দর্শনই উৎসবের প্রধান আকর্ষণ হলেও নজর কাড়বে রকমারি সড়ক প্রদর্শনী, বাড়তি আনন্দ দিতে থাকবে কার্টুন প্যারেডসহ নানা আয়োজন। দর্শনার্থীদের সময়টা উপভোগ্য করে তোলার সম্ভব সব চেষ্টাই করেন আয়োজকরা। উৎসবটি সবার জন্য উন্মুক্ত, কোন প্রবেশ মূল্য নেই।

কিভাবে যাবেন?

সিউল সাবওয়ের ৯ নম্বর লাইনের ন্যাশনাল এসেম্বলি স্টেশন (국회사당역), এক্সিট ৬ এ নেমে সোজা ৩০০ মিটার যেতে হবে, পায়ে হেঁটে ৫ মিনিটের রাস্তা।

অথবা ৫ নম্বর লাইনের ইয়ইনারু স্টেশন (여의나루역), এক্সিট ১ অথবা ২ এ নেমে সোজা ১ কিলোমিটার, হাঁটা পথে ১৫ মিনিটে পৌঁছানো যায়।