Search
Close this search box.
Search
Close this search box.

পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে তৈরি হচ্ছে জুস

juceপচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে ‘জুস’ তৈরির অপরাধে সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি শপকে জরিমানা করা হয়েছে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে বাজার তদারকি করে এ শপটিকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাসুম আরিফিন।

মাসুম আরিফিন জানান, মোহাম্মদপুর টাউন হল এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি শপকে পচা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে জুস তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় বিভিন্ন ধরনের মধু ও তেলে উৎপাদনের তারিখ, এমআরপি না থাকায় মিট ওয়ার্ল্ডকে ১০ হাজার টাকা, খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ না থাকায় স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা, দোকানে মূল্যতালিকা না টাঙ্গানোর দায়ে মইনুদ্দিনের মাংসের দোকানকে এক হাজার টাকা এবং ওজনে কারচুপির দায়ে ইউসুফের মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারককালে সার্বিক সহায়তা করে মোহাম্মদপুর থানা পুলিশ।

chardike-ad