ডেস্ক রিপোর্টঃ কোরিয়ান সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।গতকাল শুক্রবার সরকার জানিয়েছে গ্যাস সরবরাহের খরচ মেটাতে সরকার গড়ে এলএনজি(লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) গ্যাসের উপর ৪.৯ শতাংশ দাম বৃদ্ধি করছে। আজ শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে। অর্থমন্ত্রণালয়ের সুত্র অনুযায়ী, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের উপর ৫ শতাংশ, শিল্প এলাকায় ব্যবহৃত গ্যাসের উপর ৫.৬ শতাংশ এবং ব্যবসায়িক ভবনসমুহ হিটিং করার কাজে ব্যবহৃত গ্যাসের উপর ৪ শতাংশ মুল্য বৃদ্ধি পাবে।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে মূলত বহির্বিশ্বে দাম বৃদ্ধির কারণেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে হলে ১৬.৬ শতাংশ মূল্য বৃদ্ধি করা দরকার সরকার জনগণের কথা বিবেচনা করে সেখানে ৪.৯ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে এই মূল্য বৃদ্ধির ফলে প্রত্যেক বাড়ির গড়ে মাসিক ৭১১ উওন বৃদ্ধি পাবে। উল্লেখ্য গত বছরের অক্টোবরে সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৫.৩শতাংশ।
মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে মূলত বহির্বিশ্বে দাম বৃদ্ধির কারণেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখতে হলে ১৬.৬ শতাংশ মূল্য বৃদ্ধি করা দরকার সরকার জনগণের কথা বিবেচনা করে সেখানে ৪.৯ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে এই মূল্য বৃদ্ধির ফলে প্রত্যেক বাড়ির গড়ে মাসিক ৭১১ উওন বৃদ্ধি পাবে। উল্লেখ্য গত বছরের অক্টোবরে সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছিল। যার পরিমাণ ছিল ৫.৩শতাংশ।










































