
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। সেই সত্যতা আবারও মিললো। আর বিসিসিআইকে এমন অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম নিয়ামক শক্তি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বিসিসিআইয়ের মোট আয়ের ৫৯ শতাংশের বেশি এসেছে আইপিএল থেকেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উক্ত অর্থবছরে বিসিসিআইয়ের মোট আয় হয়েছে ৯,৭৪১.৭ কোটি রুপি, যা এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এর মধ্যে শুধুমাত্র আইপিএল থেকেই এসেছে ৫,৭৬১ কোটি রুপি (প্রায় ৫৮০ মিলিয়ন মার্কিন ডলার)।
আইপিএলের পাশাপাশি বিসিসিআইয়ের আয়ের অন্য উৎসগুলোর মধ্যে রয়েছে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব এবং বিভিন্ন স্পনসরশিপ বা পৃষ্ঠপোষকতা চুক্তি।
আইপিএল ছাড়া ভারতের আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের মিডিয়া স্বত্ব থেকে বিসিসিআই আয় করেছে ৩৬১ কোটি রুপি।
বর্তমানে বোর্ডের রিজার্ভ ফান্ডে রয়েছে প্রায় ৩০ হাজার কোটি রুপি, যেখান থেকে সুদ বাবদ প্রতিবছর আয় হচ্ছে প্রায় ১ হাজার কোটি রুপি। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বিসিসিআই বছরে আরও ১ হাজার কোটি রুপি পায় রাজস্ব হিসেবে।
এসব তথ্য স্পষ্ট করে, আইপিএল কেবল একটি ক্রিকেট লিগ নয়—এটি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় অর্থনৈতিক চালিকাশক্তি। বিসিসিআইয়ের ‘ক্যাশ কাউ’ অভিধাটি যে সঠিক, তা আরও একবার প্রমাণ করল এই প্রতিবেদন।





































