
জাতীয় দলে জায়গা পাকা করার লড়াই শুধু ব্যাট-বলের দক্ষতায় নয়, এখন অনেকটাই নির্ভর করছে ফিটনেসের ওপর। আর সেই ফিটনেস পরীক্ষায় জাতীয় স্টেডিয়ামের ফিটনেস ক্যাম্পে আজ রবিবার নজর কেড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ১,৬০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে, যা ছিল ২২ জন অংশগ্রহণকারীর মধ্যে সেরা।
এর আগে খেলোয়াড়দের ফিটনেস যাচাই করা হতো ‘ইয়ো-ইয়ো’ বা বিপ টেস্টের মাধ্যমে। কিন্তু নতুন শক্তি ও কন্ডিশনিং কোচ নাথান কাইলির অধীনে এখন ফিটনেস মাপা হচ্ছে ১,৬০০ মিটার দৌড় ও ৪০ মিটার স্প্রিন্টে।
টিম ম্যানেজমেন্টের এক সদস্যর বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, “রানা ছিল একেবারে দুর্দান্ত। আরও কয়েকজন ভালো করেছে, তবে কিছু খেলোয়াড় প্রত্যাশা পূরণ করতে পারেনি।”

ফিটনেস পরীক্ষায় দেখা যায়—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও শামীম পাটোয়ারী প্রায় ৮ মিনিটে ১,৬০০ মিটার শেষ করেছেন।
প্রথম গ্রুপে দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ (৬ মিনিট ১ সেকেন্ড) এবং তৃতীয় হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া শফিকুর রহিম (৬ মিনিট ১০ সেকেন্ড)। দ্বিতীয় গ্রুপে ১৫ জনের মধ্যে দ্রুততম ছিলেন তানজিম হাসান সাকিব (৫ মিনিট ৫৩ সেকেন্ড)। এরপর শাহাদাত হোসেন দিপু (৬ মিনিট) ও পারভেজ হোসেন ইমন (৬ মিনিট ১৩ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।
২৫ সদস্যের প্রাথমিক ক্যাম্প থেকে ছয়জন খেলোয়াড় এই পরীক্ষায় অংশ নেননি। যাদের মধ্যে রয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও তৌহিদ হৃদয়। এছাড়া অস্ট্রেলিয়া সফরে থাকা ‘এ’ দলের সদস্য নুরুল হাসান সোহান, সাইফ হাসান, আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনও অংশ নেননি।
ফিটনেস ক্যাম্প শেষে আগামী ২০ আগস্ট সিলেটে শুরু হবে স্কিল ট্রেনিং ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই ক্যাম্প করা হচ্ছে।





































