শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ থেকে ৪ শতাধিক গ্রেপ্তার


Palestine-Action
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মহানগর পুলিশ। খবর আল–জাজিরার।

শনিবার স্থানীয় সময় পার্লামেন্ট স্কয়ারে এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। আয়োজকদের দাবি, প্রায় দেড় হাজার মানুষ এতে অংশ নেন। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিপেটা ও তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ডিফেন্ড আওয়ার জুরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও প্রকাশ করে জানায়, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। শুধু ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড ধরার জন্যই অনেককে গণহারে গ্রেপ্তার করা হয়েছে।

Palestine-Actiom

প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এছাড়া বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারে পুলিশের দিকে।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নিষিদ্ধঘোষিত সংগঠনকে সমর্থনের মতো অভিযোগ আনা হয়েছে। এক্সে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, “পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার সহিংসতার শিকার হয়েছেন। ঘুষি, লাথি, থুতু, ইট-পাটকেল ছোড়া এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।”