
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর লোগো
নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হামিদুর রহমান আজাদ রবিবার (১৯ অক্টোবর) আলাদা বক্তব্যে নাহিদের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দায়িত্বশীল অবস্থান থেকে নাহিদ ইসলামের এমন মন্তব্য করা অত্যন্ত অপ্রত্যাশিত। পিআর ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে তার বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে অন্য দলগুলোর শিষ্টাচার বজায় রাখা জরুরি। পুরনো দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এখন প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘কোনো দল বা ব্যক্তি যখন রাজনৈতিক ভারসাম্য হারায়, তখন তারা যে কোনো ধরনের মন্তব্য করতে পারে। কিন্তু দায়িত্বশীল অবস্থান থেকে মন্তব্য করার ক্ষেত্রে সচেতনতা ও সৌজন্যবোধ থাকা জরুরি।’
এনসিপি সম্পর্কে তিনি বলেন, ‘যারা নিজেদের নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারক হিসেবে উপস্থাপন করেন, তাদের উচিত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা। নাহিদের এমন মন্তব্য পুরনো রাজনৈতিক ধারারই বহিঃপ্রকাশ।’
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে দাবি করেন, জামায়াতের পিআর আন্দোলন ‘একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’, যা জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, জামায়াত ও তার মিত্ররা ‘সংস্কারবাদী আন্দোলনকে ছিনতাই করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে’, যা ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকার নয়, বরং রাজনৈতিক নাশকতার কৌশল।’
































