শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শেয়ার

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের হেনস্তা, ফখরুলের দুঃখ প্রকাশ


Fokhrul Sorry

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনা প্রসঙ্গে সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‘গণমাধ্যমই রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেয়। তাই রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক অবিচ্ছেদ্য। আজকের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। এতে আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

হেনস্তা ও হামলার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে তিনি কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তাকে ঘিরে ধরে টেনে নিয়ে যান এবং তার ওপর চড়াও হন। তিনি বলেন, ‘আমি ভিডিও করছিলাম। তারা এসে আমার ফোন কেড়ে নেয়, ভেঙে ফেলে এবং প্রেস কার্ড ছিনিয়ে নেয়। আমি বলেছিলাম, যদি ভিডিও করা নিষেধ হয়, আমি মুছে ফেলব, কিন্তু তারা কিছু না শুনেই মারধর শুরু করে।’

এ সময় দ্য ডেইলি স্টার–এর সাংবাদিক সাজ্জাদ, নয়া দিগন্ত–এর অসীম আল ইমরান এবং জাগো নিউজ–এর খালিদ হোসেনও হেনস্তার শিকার হন বলে জানা গেছে। ঘটনাটি উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।