শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২০ অক্টোবর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার


Golam-Parwar

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।’

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার একটি মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা। বক্তব্যে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নেতৃত্বের সমালোচনা করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি দাবি করেন, ‘তারা বলছে জামায়াতে ইসলাম সংস্কার চায় না, নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে আমরা লিখিতভাবে ছয় দফা সংস্কার প্রস্তাব দিয়ে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তারা চাইছে আমরা যেন তাদের সমালোচনা করি। কিন্তু বাস্তবে কেউ তো তাদের নামই নিচ্ছে না।’

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নূরুল ইসলাম সাদ্দাম, ইজ্জত উল্লাহ, আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, শহীদুল ইসলাম মুকুল, আজিজুর রহমান, সুজায়েত আলী, আল মামুন ও জুবায়ের হোসেন।

সমাবেশে বক্তারা দলীয় ঐক্য জোরদার ও নতুন প্রজন্মকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান।