
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। এরপর দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়েও দিকনির্দেশনা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
































