শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ অক্টোবর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল


Jammat

আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি এবং দেশের সামসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জামায়াতের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে থাকা এ প্রতিনিধিদলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য জামায়াত নেতারা যমুনায় প্রবেশ করেছেন।

এর আগে বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। সেখানে বিএনপি নির্বাচনের আগে সরকারকে “নিরপেক্ষ তত্ত্বাবধায়কের” ভূমিকা নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভেতরে যদি দলীয় লোকজন থাকে, তাহলে তাদের অপসারণেরও দাবি তোলে দলটি।