
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে শনিবার বিকেলে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে দলের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামানকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সমাবেশে তাকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।
সমাবেশে নূর কাশেম নামের একজন কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। কামরুজ্জামান বলেন, “দলের ওই কর্মীর সঙ্গে আগে আমার পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে বলেছেন, আগামীকাল ব্যাংক থেকে টাকা তুলে নেব। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।” তিনি মনোনয়ন বিষয়ে দৃঢ় বিশ্বাসও ব্যক্ত করেন।
কামরুজ্জামান সমাবেশে বলেন, “আমি ধানের শীষের কথা বলছি। জনগণ পাশে থাকলে আমি মনোনয়ন পাব। ভোট চাইছি ধানের শীষে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদার। বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক), সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।
তবে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামানের সঙ্গে মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।


































