
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।
আসন্ন নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা ছিলেন। গেলো বুধবার (১০ ডিসেম্বর) তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন যা পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর কার্যকর হয়। তার সঙ্গে আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করেন।
তাদের পদত্যাগকে কেন্দ্র করে কোন রাজনৈতিক পথে তারা এগোবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর সেই প্রশ্নের উত্তর মিলেছে।
নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ নতুন করে ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পেয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চ্যালেঞ্জ থাকলেও তা অসম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, বিভাজনের রাজনীতি নয়—জনগণের কল্যাণকে কেন্দ্র করে একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা জরুরি। সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামোয় নতুন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, পথ কঠিন হলেও দেশের নানা আত্মত্যাগী মানুষের ইতিহাস তাকে অনুপ্রাণিত করে। মতিউর রহমান, তারামন বিবি থেকে শুরু করে নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধ—তাদের গল্প তাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এই অনুপ্রেরণাকে সঙ্গী করেই তিনি পুনর্গঠন ও পরিবর্তনের রাজনীতিতে সক্রিয় হতে চান।
আসিফ মাহমুদ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তার ভাষায়, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা প্রচলিত ব্যবস্থার অর্থসামর্থ্য তার নেই; জনগণের সহযোগিতা ও সমর্থনই হবে তার প্রধান অবলম্বন।
তিনি আরও বলেন, তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, গণভোটেও প্রার্থী। দেশ সংস্কারের যে সুযোগ এত প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।




































