Search
Close this search box.
Search
Close this search box.

দেড় ঘণ্টায় সিউল থেকে খোয়াংজু

কোরিয়া ট্রেন এক্সপ্রেসের (কেটিএক্স) দ্রুতগতির রেল পরিবহণে সিউল থেকে জলা প্রদেশের বড় শহরগুলো ঘুরে ফিরে আসা যাবে দিনের অর্ধেকেরও কম সময়ের মধ্যে। সম্প্রসারিত সিউল-খোয়াংজু ট্রেন নেটওয়ার্ক এটি সম্ভব হবে যা আগামী মার্চের শেষ নাগাদ চালু হওয়ার কথা রয়েছে।

2015011601030_0 (Custom)নতুন এ লাইনে ট্রেন চলাচল শুরু হলে সিউল থেকে খোয়াংজুর যাত্রাকাল এক ঘণ্টারও বেশী সময় কমিয়ে ১ ঘণ্টা ৩৩ মিনিটে নামিয়ে আনবে।

chardike-ad

যাত্রাপথে পুরনো রেললাইনে বিরতি দেয়ার কারনে এতদিন সিউল থেকে খোয়াংজু পর্যন্ত ট্রেনসেবাটি সর্বোচ্চ গতিতে চলাচল করতে পারতো না। উত্তর ছুংছং প্রদেশের ওসং ও খোয়াংজুর সংজংকে যুক্ত করা ১৮২.৩ মিটারের নতুন লাইনটি ব্যবহারে যাত্রার সময় বাঁচবে ৬৬ মিনিট।

এছাড়া মকপো থেকে সিউল পৌঁছানো যাবে ২ ঘণ্টা ৫ মিনিটে, খোয়াংজু থেকে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৯ মিনিট।

তবে বেঁচে যাওয়া সময়ের জন্য গুণতে হবে মোটা অংকের ভাড়া। সিউল থেকে খোয়াংজুর বর্তমান ৩৮ হাজার উওন ভাড়া বৃদ্ধি পেয়ে হবে ৪৭ হাজার উওন।