শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ ফেব্রুয়ারী ২০১৫, ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার

স্বপ্নের বিশ্বকাপে অভিষেক হলো যাদের


BD-World-Cup

এনামুল হক বিজয়, মুমিনুল হক, সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান

একজন ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন কী? এই প্রশ্ন করলে তিনি অবশ্যই বলবেন, বিশ্বকাপে খেলা। কেননা, ক্রিকেটের এই মহাযজ্ঞে খেলে থাকেন বিশ্বের সেরা দলগুলোর সেরা খেলোয়াড়রা। তাদের সঙ্গে লড়াইয়ে নামাও আসলে গর্ব করার মতোই।

বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ৮ জন ক্রিকেটারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাদের মধ্যে বিশ্বকাপের ১১তম আসরে আজ স্বপ্নের অভিষেক হলো ৫ টাইগারের। আর তারা হলেন এনামুল হক বিজয়, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

এবার দেখে নেওয়া যাক তাদের ওয়ানডে ক্যারিয়ার :

নাম                             পজিশন                                 ওয়ানডে ম্যাচ

সৌম্য সরকার              অলরাউন্ডার                                       ১
এনামুল হক বিজয়        ব্যাটসম্যান                                        ২৭
মুমিনুল হক                  ব্যাটসম্যান                                        ২৪
সাব্বির রহমান            ব্যাটসম্যান                                          ৫
তাসকিন আহমেদ         পেসার                                                ৩