শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৪ জুলাই ২০১৭, ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার

কেমন আছেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ


fatman৩২ বছর বয়সী জুয়ান পেড্রো ফ্র্যাঙ্কোর ওজন ৪২০ কেজি। সম্প্রতি ১৭৫ কেজি ওজন কমালেও তিনিই এখন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।

মেক্সিকোর অগাসক্যালিয়েনটেসের বাসিন্দা জুয়ান গত ৯ মে বাইপাস সার্জারির মাধ্যমে তার এই ওজন কমান। এ জন্য কয়েক মাস ধরেই তিনি ডায়েটে ছিলেন। সে সময় গণমাধ্যম তিনি বলেছিলেন, ‘নতুন বছরে (২০১৭) সবার জন্য চমক রয়েছে। আমার ওজন অর্ধেকে নামিয়ে আনবো।’

জুয়ান পেড্রোর চিকিৎসক জোসে ক্যাস্তানেদা ক্রুজ জানান, জুয়ান ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও ফুসফুস সমস্যায় আক্রান্ত। স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য তার ওজন আরো হ্রাস করা জরুরি।