Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স নবায়ন

saudi-driving-licenseসৌদি আরবে সরকারি ‘এবশের’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নবায়ন করা যাবে। সৌদি আরবের ট্রাফিক অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের ট্রাফিক অধিদফতর সম্প্রতি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে চলা কারফিউয়ের মাঝে কারো পক্ষেই ট্রাফিক অফিসে গিয়ে লাইসেন্স নবায়ন করা সম্ভব না। এ কারণে সকলের সুবিধার্থে অনলাইনেই লাইসেন্স করার সুবিধা করে দিচ্ছে ট্রাফিক অধিদফতর। সৌদি আরবের সরকারি অ্যাপ ‘এবশের’ এর মাধ্যমে সকল সৌদি নাগরিক ও প্রবাসীরা নিজেদের সৌদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নিতে পারবেন।

chardike-ad

চলতি সপ্তাহের শুরুর দিকে যানবাহনের রেজিস্ট্রেশন রিনিউ করা অর্থাৎ ইস্তামারার জন্য যানবাহন ইন্সপেকশন বা ফাহাসের দরকার হবে না বলে জানিয়েছে ট্রাফিক অধিদফতর। এর ফলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সকলে নিজেদের গাড়ি বা যানবাহনের রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবেন।