আরেকটা বিষয়, ৮৩ মিনিট অপেক্ষার পর এক গোল দেখল তারা। দক্ষিণ কোরিয়ার দুই দল জেবাক মোটরস আর সোয়ান ব্লুউইংসের মধ্যকার ম্যাচটা এমন ম্যাড়মেড়ে থাকার পরও দর্শকের স্রোতে বাঁধ দেওয়া যায়নি। বিবিসি তাদের ওয়েবসাইট আর টুইটার পেজে সরাসরি দেখিয়েছে এই ম্যাচ। যেখানে সবমিলে আনুমানিক দুই মিলিয়ন দর্শক দেখেছে ম্যাচটা।
এদিকে করোনার কারণে বেশ কঠিন নিয়ম মেনেই মাঠে নামে কোরিয়ার ক্লাব দুটি। যদিও এখনও দেশটিতে সেভাবে করোনা ছড়ায়নি। তারপরও তারা সতর্ক। গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন আড়াইশ’ মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজারের বেশি। তবুও খেলোয়াড়দের টেস্টের কমতি রাখেনি তারা। সব খেলোয়াড়ই টেস্ট করিয়েছেন। তাদের সবার রেজাল্টও নেগেটিভ আসে। এরপরই মূলত ক্লোজ ডোরে খেলতে নামে দক্ষিণ কোরিয়া। তবে গ্যালারিতে দর্শক না থাকলেও খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে কৃত্রিম উল্লাসের ব্যবস্থা করেছে ‘কে লিগ’ কর্তৃপক্ষ।