শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

ফ্যাসিবাদী নিপীড়নের গল্প আহবান করেছে ছাত্রদল


ফ্যাসিবাদী নিপীড়নের গল্প আহবান করেছে ছাত্রদল

 

আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হওয়া নিপীড়নের গল্প আহবান করেছে ঢাবি শাখা ছাত্রদল। লেখা জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ ২০২৫। গল্প পাঠানো যাবে ইমেইল ও হোয়াটসঅ্যাপে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি ছাত্রদল।

এতে বলা হয়েছে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গণতন্ত্রকামী ছাত্রজনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নেমে এসেছিল অত্যাচারের খড়গ। নির্যাতন- নিপীড়নের সেই দুঃসহ স্মৃতিকে ইতিহাসের পাতায় ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ‘ফ্যাসিবাদী নিপীড়নের গল্প’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহণ করেছে।

আরও বলা হয়েছে, উক্ত প্রকাশনায় প্রকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতন-নিপীড়নের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে লেখা জমাদানের জন্য আহবান জানানো যাচ্ছে।