বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২২ জুলাই ২০১৪, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের ৯০ লাখ গাড়ি রপ্তানি


হুন্দাইয়ের গাড়ি

হুন্দাইয়ের উলসান প্ল্যান্টে রপ্তানির জন্য রেডী থাকা গাড়ির সারি

কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই এককভাবে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানির পরিমাণ ৯০লাখ ছাড়িয়েছে। হুন্দাই কর্তৃপক্ষ জানিয়েছে গত রবিবার যুক্তরাষ্ট্রে ৯০ লাখ গাড়ি রপ্তানির মাইলফলক অর্জন করে। ১৯৮৬ সালে হুন্দাই প্রথম যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি শুরুর ২৮ বছর পর এই অর্জন করল।

২০১৪ সালের জুন পর্যন্ত সারাবিশ্বে হুন্দাই ৬লাখ ২৬হাজারের বেশি গাড়ি রপ্তানি করেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ প্রায় ১লাখ ৯০ হাজার গাড়ি রপ্তানি করে।