সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৬ মে ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

জোবাইদা রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান


জোবাইদা রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান

 

বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এর মধ্য দিয়ে লন্ডনে তার ১৭ বছর নির্বাসনের জীবনের অবসান হলো। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করে আসছেন তিনি।

এদিকে দেশে ফিরে বাবার ধানমণ্ডির বাসায় থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি। জোবাইদাকে বরণ করে নিতে ধানমণ্ডির ৫ নম্বর রোডে অবস্থিত তার বাবার বাড়ি মাহবুব ভবনও প্রস্তুত করা হয়েছে। বাড়িটি সুসজ্জিত করার পাশাপাশি তার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জোবাইদার সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে সশস্ত্র সুরক্ষা, তার বাসভবনে পুলিশ মোতায়েন এবং একটি আর্চওয়ে স্ক্যানার স্থাপনের অনুরোধ জানিয়ে বিএনপির পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইতোমধ্যে জায়গাটি পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা কথা জানিয়েছেন।