শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩ অগাস্ট ২০১৪, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

চীনে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশংকা


china_earthquake

ভূমিকম্পের পর একটি দুর্গত এলাকার দৃশ্য। ছবিঃ রয়টার্স।

চীনে ভারী মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র দেয়া তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের উনপিং শহর থেকে ৭ মাইল উত্তর-পশ্চিমে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার (গ্রিনিচ মান সময় সকাল সাড়ে আটটা)  দিকে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। খবর সিনহুয়া, বিবিসি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) বলছে, দেশটিতে চৌদ্দ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। সিনহুয়ার খবরে বলা হয়, ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উত্তর পূর্বাঞ্চলীয় লুদিয়ান অঞ্চলেই অন্তত ১২ হাজার বাড়ি ধ্বসে পড়েছে। ওই এলাকায় প্রায় সাড়ে চার লক্ষ মানুষ বসবাস করেন।

তবে এখন পর্যন্ত হতাহতের বেশীরভাগ খবর পাওয়া যাচ্ছে ঝাওতং অঞ্চলের কিয়াওজিয়া কাউন্টি থেকে।

china_earthquake_1

ঝাওতংয়ে একটি ধ্বসে পড়া ভবনে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ছবিঃ এএফপি।

ওই এলাকার একজন বাসিন্দা মা লিয়া সিনহুয়াকে দেয়া প্রতিক্রিয়ায় বলছিলেন, রাস্তাঘাটগুলো দেখে মনে হবে যেন এইমাত্র কোন বোমা বিস্ফোরণ হয়েছে। তিনি আরও জানান তাঁর এক প্রতিবেশীর নতুন দুই তলা বাড়িটিও ধ্বসে পড়েছে।

প্রাথমিক উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে চীন সরকার দুর্গত এলাকায় ২ হাজার তাবু, ৩ হাজার ফোল্ডিং বেড ও আনুষঙ্গিক জিনিসপত্র পাঠাতে শুরু করেছে।