বুধবার । জুন ২৫, ২০২৫
স্টাফ রিপোর্টার খেলা ১ জুন ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
শেয়ার

হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের


হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে টানা দুটি ম্যাচে হেরে সিরিজ খুঁইয়ে বসেছে লিটন দাসের দল। আজ হোয়াইটওয়াশ এড়াতে তারা রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। ২০২ রান তাড়া করতে গিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে। পরের ম্যাচে ব্যবধান ছিল আরও বেশি- ৫৭ রানে পরাজয়। প্রতি ম্যাচে অবনতি ধরা দিয়েছে। অধিনায়ক লিটনের মতে ব্যাসিক জিনিসটাই করতে পারছে না তার দল। তবে সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

ঘুরে দাঁড়াতে গেলে লিটনকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। ব্যাটার হিসেবে রান তো করতেই হবে বাকি ব্যাটারদেরও জাগিয়ে তুলতে হবে। বাংলাদেশ দলে এটাই সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। ব্যাটাররা কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সবাই ব্যর্থ হচ্ছেন। শেষ ম্যাচটাতে ব্যাটিং বিভাগে উন্নতি না হলে জয়ের সম্ভাবনা তৈরি হবে না।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমে অস্বস্তিও বেড়েছে। নিয়মিত পেসার শরিফুল ইনজুরিতে ছিটকে গেছেন। দলের মূল বোলারকে হারিয়ে স্বাভাবিক ভাবেই কঠিন চাপে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে তো সিরিজ শুরুর আগেই হারিয়েছে, এবার শরিফুলকে হারাতে হয়েছে। সবমিলিয়ে খর্বশক্তির পেস আক্রমণ পাকিস্তানের ব্যাটারদের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার!