শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৭:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার দেশজুড়ে ৪ জুন ২০২৫, ১:০৭ অপরাহ্ন
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪


ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ সকালে (৪ জুন) যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রা-র মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার, মিজানুর মাতব্বর এবং তারা মিয়া।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে ঢাকাগামী মিজান পরিবহন নামে একটি বাস পাশ থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত হয়। এ সময় মাহেন্দ্রার আরো ৫ যাত্রী আহত হয়।’

তিনি বলেন, ‘তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে।’

এদিকে আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিব জুবায়ের।