
খোলস ছেড়ে টেস্টে শান্তর ষষ্ঠ শতরান
সর্বশেষ ২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
গল টেস্টে দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। তাদের দৃঢ়তায় এখন শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সফরকারীরা।
আর সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিলেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে। নিজের দ্বিতীয় শিকার হিসেবে দলীয় ৪৫ রানে মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন থারিন্দু।
এর পর শান্ত-মুশফিকের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।