সোমবার । জুলাই ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ জুন ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার

‘শনাক্ত করা যায় না এমন’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান


‘শনাক্ত করা যায় না এমন’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাঈ-নিক

শনাক্ত করা যায় না এমন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা স্থাপনা এবং মোসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলা করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন এমন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাঈ-নিক বলেছেন, ‘আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত বা প্রতিহত করা সম্ভব নয়।’

তিনি এই অভিযানকে ইসরায়েলিদের জন্য ‘একটি চমক’ হিসেবে বর্ণনা করেন এবং সতর্ক করে বলেন, তারা ভবিষ্যতে আরও কিছু প্রত্যক্ষ করবে।

এর আগে ইরানের তরফ থেকে জানানো হয়, ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।