শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৮ জুন ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শেয়ার

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া


স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া ।। ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (বুধবার) সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডাম সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাবেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে যাবেন তিনি।