বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ জুন ২০২৫, ৭:০০ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানে লাখো মানুষের বিক্ষোভ


ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানে লাখো মানুষের বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ। সাপ্তাহিক জুমার নামাজের পর শত-সহস্র মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়, এবং তারা তাদের নেতাদের সমর্থনে স্লোগান দেয়—এমন দৃশ্য দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে।

কিছু কিছু বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেয়।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, তেহরানের বিক্ষোভকারীরা ১৩ জুন ইসরায়েলের হামলার পর নিহত কমান্ডারদের ছবি বহন করছে, কারো কারো হাতে ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকাও দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং দক্ষিণাঞ্চলের শিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।