শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৯ জুন ২০২৫, ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার

বল হাতে প্যাট কামিন্সের অনন্য কীর্তি


Pat-Cumminsটেস্ট ক্রিকেটে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানে দাপুটে জয় পেয়েছে অজিরা। এই জয়ে বড় ভূমিকা ছিল ডানহাতি পেসার কামিন্সের। তিনি বল হাতে তিনটি মূল্যবান উইকেট শিকার করে গড়েছেন একাধিক রেকর্ড।

এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কামিন্স টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১০ জন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ অধিনায়কের উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন।

কামিন্স রোহিত শর্মাকে ছয়বার, ডিন এলগারকে তিনবার এবং বেন স্টোকস, টেম্বা বাভুমা, ক্রেইগ ব্র্যাথওয়েট ও টিম সাউদিকে দুইবার করে আউট করেছেন। এছাড়া জো রুট, শান মাসুদ, যশপ্রীত বুমরাহ ও রোস্টন চেজকেও একবার করে ফিরিয়েছেন তিনি।

এছাড়া কামিন্স টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও নিজের করে নিয়েছেন। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ১৪০টি টেস্ট উইকেট, যা কিংবদন্তি রিচি বেনোদের ১৩৮ উইকেটকে ছাড়িয়ে গেছে।