আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবার ইংল্যান্ড-ভারতের পরবর্তী দুই টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার।
২ জুলাই এজবাস্টন ও ১০ জুলাই লর্ডসে অনুষ্ঠেয় টেস্টে মাঠে দেখা যাবে তাকে। এর আগে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার সিরিজে আম্পায়ারিং করে আলোচনায় এসেছিলেন সৈকত। একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দিলেও, অধিকাংশ ক্ষেত্রেই তার পক্ষে গেছে সিদ্ধান্ত।
মেলবোর্নে টিভি আম্পায়ার হিসেবে কামিন্স-সিরাজ বিতর্কিত ক্যাচের সিদ্ধান্ত তার দিকেই গিয়েছিল, যা নিয়ে অসন্তোষ জানায় অস্ট্রেলিয়া। তবে পরদিন ভারতের বিপক্ষেও দেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা ম্যাচে ভারসাম্য আনে।
এছাড়াও, চলতি বছরের শুরুতে সেই বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা। সেই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। যা সামাল দেন বাংলাদেশের এই আম্পায়ার।






































