শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ জুলাই ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার

আত্মবিশ্বাসী শ্রীলংকার সামনে নতুন বাংলাদেশ


bd-srilankaদুই টেস্টের সিরিজ শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোয় আজ (২ জুলাই) প্রথম ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওদিকে ৫০ ওভারের সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন চারিত আসালঙ্কা।

দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজটা জিতে নেয় বাংলাদেশ। ২০২৪ সালের বাংলাদেশ সফরে দাপটে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ ১-২-এ হেরে যায় সিংহলিজরা। তিন ম্যাচই ছিল চট্টগ্রামে। স্বাগতিকরা প্রথম ম্যাচ জিতে নেয়ার পর সমতা আনে অতিথিরা। তৃতীয় ও শেষ ম্যাচটা জিতে সিরিজের ট্রফিটা রেখে দেয় নাজমুল হোসেন শান্তর দল।

এবার সিরিজটা শ্রীলংকার মাটিতে। নানা কারণেই বাংলাদেশের জন্য এটি নতুন সূচনা। নেতৃত্বে শান্তর জায়গায় এসেছেন অলরাউন্ডার মিরাজ। মাহমুদউল্লাহর পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিমও। চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসানও দীর্ঘদিন দলের বাইরে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাংলাদেশ দলে খেলতে পারছেন না। তামিম ইকবালও এ বছরই অবসর নিয়েছেন। সব মিলিয়ে মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ, সাকিব, তামিম, মুশফিকদের পরের প্রজন্মের কাঁধেই এখন দেশের ওয়ানডে ক্রিকেটের ভার। ২০০৫ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম এ ‘ফ্যাব ফাইভ’-এর কেউই থাকছে না বাংলাদেশের ওয়ানডে ম্যাচে এবং কাকতালীয়ভাবে সেই ম্যাচটিও ছিল কলম্বোয় শ্রীলংকারই বিপক্ষে!

তারুণ্যনির্ভর এ দলের নতুন নেতা নির্বাচিত হয়েছেন মিরাজ। দেখা যাক, মিরাজের নতুন বাংলাদেশ নিজেদের প্রিয় ফরম্যাটে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে সিংহলিজদের।

যদিও ওয়ানডের সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। সম্পন্ন হওয়া সর্বশেষ ছয় ম্যাচেই হেরেছে লাল-সবুজরা, সর্বশেষ ১১ ওয়ানডের মধ্যে হার আটটিতে। জয় পাওয়া তিন ম্যাচের মধ্যে দুটি আবার শ্রীলংকার বিপক্ষে। কিন্তু আত্মতুষ্টির সুযোগ যে নেই। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারের পর ঈর্ষণীয় ফর্মে রয়েছে সিংহলিজরা। এরপর তারা ঘরের মাঠে সিরিজে হারিয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। শুধু নিউজিল্যান্ড সফরে সিরিজ হেরেছে আসালঙ্কার দল।

বাংলাদেশ ওয়ানডেতে ক্রান্তিকাল পার করলেও লংকানরা দারুণ সংহত। তাদের রয়েছে অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে গড়া দুর্দান্ত কম্বিনেশন। এমনকি তাদের বেঞ্চও ভয়ংকর।

১৯৮৬ থেকে শুরু করে এখন পর্যন্ত ৫৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়ে ৪৩টি জিতেছে শ্রীলংকা, বাংলাদেশ জিতেছে ১২টিতে। এটা দুই দলের একাদশ সিরিজ। শ্রীলংকা ছয়টি ও বাংলাদেশ দুটি সিরিজে জিতেছে, বাকি দুটি সিরিজ ড্র হয়। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে নামছেন মিরাজ, লিটন, শান্তরা।

এরপর শনিবার কলম্বোয় দ্বিতীয় ও মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে। ৫০ ওভারের সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে এ দুটি দল।