বাংলাদেশের পক্ষেই বোধ হয় এমন ব্যাটিং সম্ভব! ১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫। মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে অবিশ্বাস্য এক ধসের শিকার টাইগাররা।
২৪৫ রান তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান তোলার পরই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। একে একে ফিরে যান- নাজমুল হোসেন শান্ত ২৩, লিটন দাস ০, তানজিদ হাসান ৬২, তৌহিদ হৃদয় ১, মেহেদী হাসান মিরাজ ০, তানজিম হাসান সাকিব ১ ও তাসকিন আহমেদ ০। বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৯ রানে, ১৩ রান করে ফিরেন ওপেনার পারভেজ হোসাইন ইমন।
এর আগে চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল এক সেঞ্চুরির পরও ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শুরুতেই তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। কুশল মেন্ডিস ৪৫ ও লিয়ানাগে ২৯ রান করেন। শেষ দিকে আসালাঙ্কা লড়াই করলেও ইনিংসের শেষ ওভারে তাকে ফেরান সাকিব। তাসকিন নেন ৪, সাকিব ৩, তানভীর ও শান্ত ১টি করে উইকেট নেন।






































