গ্রেনাডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টেষ্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তারা এবং নিশ্চিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের পূর্ণ ২৪ পয়েন্ট।
৭ উইকেটে ২২১ রানে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া আর ২২ রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারায়। ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৪৩ রানে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেন স্টিভ স্মিথ (৭১)। প্রথম ইনিংসে ৩৩ রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের।
তবে ব্যাটিংয়ে আবারও হতাশ করেন ক্যারিবীয়রা। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক রস্টন চেজ সর্বোচ্চ ৩৪ রান করেন। বাকিদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সামার জোসেফ করেন ২৪, শাই হোপ ১৭, ব্রেন্ডন কিং ১৪, অ্যান্ডারসন ফিলিপ ১১ ও কেসি কার্টি ১০ রান করেন। বাকিরা ছিলেন একেবারেই নিষ্প্রভ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার বোলাররা ছিল দুর্দান্ত। স্টার্ক ও লায়ন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান জশ হ্যাজেলউড। আর একটি করে উইকেট পান কামিন্স ও বিউ ওয়েবস্টার। প্রথম ইনিংসে ৬৩ এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।
আগামী ১৩ জুলাই জ্যামাইকায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ওই টেস্টে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অজিরা। ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করবে মান বাঁচানোর।






































